Thursday, July 24, 2025
Homeইসলামিক গল্পপ্রচন্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা

প্রচন্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা

প্রচন্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা

একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই প্রচন্ড ঝড়ের মধ্যে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো।

জ্ঞান ফেরার পর প্রথমেই সে প্রথমেই আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে দিয়ে আসেকিনা সেই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।

এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট্ট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল আহরন সে বেঁচে থাকতে লাগল।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।

লোকটি বলে উঠলো,‘হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো, ‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’

শিক্ষা:

কোন ব্যর্থতায় হতাশ হবেন না, সবসমই আল্লাহ্ র উপর ভরসা রাখুন,আল্লাহ্‌ যা কিছু করেন; তার সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন। আসুন আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি।

(আমিন)

GolpoKotha
GolpoKothahttps://www.golpakotha.com
Golpo Kotha - Read bengali all time favourite literature free forever in golpakotha.com গল্প কথা - আপনি যদি গল্পপ্রেমী হন তাহলে এই ওয়েবসাইটটি অবশ্যই আপনার জন্য
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments