মৌমাছি আর পাখির একটি শিক্ষনীয় গল্প
একদিন বিকেলের সোনালি রোদে একটি পাখি গাছের ডালে বসে ছিল। ঠিক পাশেই ছিল মৌমাছিদের একটি ব্যস্ত বাসা। হঠাৎ এক ছোট্ট মৌমাছি গুনগুন করে উড়ে যাচ্ছিল পাখির সামনে দিয়ে।
তখন পাখি তাকে ডেকে বলল, মৌমাছি ভাই, কেমন আছ?
মৌমাছি মিষ্টি হেসে বলল,ভাল আছি। তুমি কেমন আছ?
পাখি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। তুমি তো দিনরাত কষ্ট করে মধু বানাও, কিন্তু মানুষ এসে কোনো কষ্ট ছাড়াই তোমার মধু নিয়ে যায়। এতে তোমার কি দুঃখ হয় না?
মৌমাছি মিষ্টি গলায় উত্তর দিল, না ভাই, আমার একটুও দুঃখ হয় না।
পাখি অবাক হয়ে বলল, কীভাবে? তারা তো তোমার পরিশ্রমের ফল নিয়ে যায়!
মৌমাছি হেসে বলল, তারা শুধু মধু নিতে পারে, কিন্তু মধু বানানোর কৌশলটা কখনোই নিতে পারবে না। সেটাই আমার সবচেয়ে বড় শক্তি।
গল্পের শিক্ষা
তোমার দক্ষতা, জ্ঞান আর সৃজনশীলতাই তোমার আসল সম্পদ। অন্যরা ফল নিয়ে যেতে পারে, কিন্তু আসল ক্ষমতা তোমার হাতেই থাকে।
তাই সবসময় ইতিবাচকভাবে চিন্তা করো।