দৃষ্টিভঙ্গির শিক্ষামূলক গল্প
একবার এক দম্পতি নতুন বাড়িতে উঠলো। একদিন সকালে নাস্তা করতে করতে স্ত্রী জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকাল। সেখানে এক মহিলা কাপড় শুকাতে দিয়েছে।
স্ত্রী বলল, আরে, কাপড়গুলো একদম পরিষ্কার হয়নি। নিশ্চয়ই উনি কাপড় ঠিকভাবে ধুতে জানেন না। তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান নেই।
এ কথা শুনে স্বামী মুচকি মুচকি হাসলো, কিন্তু কিছুই বলল না, চুপ করে রইল।
এরপর প্রায় প্রতিদিনই যখনই পাশের বাড়ির মহিলা কাপড় শুকাতে দিতেন, স্ত্রী একই কথা বলত, ওনার কাপড়গুলো মোটেই পরিষ্কার হয় না।
কয়েক সপ্তাহ পর একদিন স্ত্রী অবাক হয়ে দেখল পাশের বাড়ির কাপড়গুলো ঝকঝকে পরিষ্কার। অবাক হয়ে সে স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি ভালোভাবে কাপড় ধোয়া শিখেছেন। কেউ হয়তো তাকে ভালোকরে কাপড়ধোয়া শিখিয়েছে।
স্বামী এবার হেসে বলল, আজ সকালে আমি আমাদের জানালার কাঁচ গুলা পরিষ্কার করেছি অনেকদিন পরে।
শিক্ষা
আমাদের জীবনটাও এমনই, আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি। আমরা অনেক সময় অন্যকে দোষ দিই, কিন্তু আসল সমস্যা থাকতে পারে আমাদের দৃষ্টিভঙ্গিতে। আগে নিজের চোখ মন পরিষ্কার করা উচিত, তবেই আমরা সত্যটা সঠিকভাবে দেখতে পারব।